অধিকৃত ইউক্রেইনে দেওয়া হচ্ছে রাশিয়ার পাসপোর্ট

0

আন্তর্জাতিক ডেস্ক: রুশবাহিনী নিয়ন্ত্রিত ইউক্রেইনের খেরসন ও জাপোরিঝিয়া অঞ্চলে স্থানীয়দের প্রথমবারের মত রাশিয়ার পাসপোর্ট দেওয়া হয়েছে।

সেখানে মস্কোর নিয়োগ দেওয়া এক প্রশাসনিক কর্মকর্তার বরাত দিয়ে ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি এ খবর জানায়।

রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স জানায়, শনিবার খেরসন অঞ্চলে স্থানীয় ২৫ জন রাশিয়ার পাসপোর্ট গ্রহণ করেছেন।

ওই অঞ্চলে মস্কোর নিয়োগ দেওয়া ‘সামরিক-বেসামরিক প্রশাসনের’ গণমাধ্যম বিষয়ক কর্মকর্তা বলেন, ‘‘আজ প্রথমবারের মত খেরসনের বাসিন্দাদের রাশিয়ার পাসপোর্ট দেওয়া হয়েছে। রাশিয়ার নাগরিকত্ব পেতে যারা প্রথমে আবেদন করেছেন তাদের শুরুতে পাসপোর্ট দেওয়া হচ্ছে।”

‘রাশিয়া দিবস’ কে সামনে রেখে এই পাসপোর্ট দেওয়া হয়েছে। আগামী ১২ জুন ‘রাশিয়া দিবস’ পালন করা হবে।

এদিকে, জাপোরিঝিয়া অঞ্চলে মস্কো নিয়োগকৃত প্রশাসনের সদস্য ভ্লাদিমির রজোভ ‘রিয়া নভোস্তি’ নিউজ এজেন্সিকে বলেন, মেলিতোপোলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাপোরিঝিয়া অঞ্চলের বাসিন্দাদের রাশিয়ার পাসপোর্ট দেওয়া হয়েছে।

তবে এখানে এদিন কতজন রুশ পাসপোর্ট গ্রহণ করেছেন সে সংখ্যা উল্লেখ করেননি তিনি।

বলেন, ‘‘আমাদের জন্য এটা স্মরণীয় এবং ঐতিহাসিক একটি অনুষ্ঠান। আমাদের পরবর্তী পদক্ষেপ হতে চলেছে রাশিয়ায় বাড়িতে ফিরে যাওয়া।”

ইউক্রেইনের জাপোরিঝিয়া এবং খেরসন অঞ্চরের বাসিন্দারা রাশিয়ার পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন এমন একটি ডিক্রিতে গত ২৫ মে সই করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here