অ্যাপল আর ‘বিশ্বের সবচেয়ে দামি’ কোম্পানি নয়

0

প্রযুক্তি ডেস্ক: প্রযুক্তি কোম্পানির শেয়ার ছেড়ে দিচ্ছেন বিনিয়োগকারীরা, ফলে এ সব শেয়ার মূল্যে ঘটছে দরপতন। এরই ফলে, বিশ্বের সবচেয়ে দামী কোম্পানির অবস্থান হারিয়েছে অ্যাপল।

দ্বিতীয় অবস্থানে থাকা সৌদি আরবের তেল ও গ্যাস উৎপাদক কোম্পানি আরামকো প্রায় দুই বছরের মধ্যে প্রথমবারের মতো শীর্ষস্থান ছিনিয়ে নিয়েছে আইফোন নির্মাতার কাছ থেকে।‎

‎বিনিয়োগকারীদের শেয়ার ছেড়ে দেওয়ার কারণ হিসেবে “ঝুঁকিপূর্ণ বিনিয়োগের” বিষয়টি উঠে এসেছে বিবিসির প্রতিবেদনে।

“যেদিকে বিনিয়োগকারীরা মনে করেন ঝুঁকি কম, তারা‎ সাধারণত সেদিকেই যেতে চান।”

‎বিটকয়েন, অন্যান্য প্রধান ক্রিপ্টোমুদ্রাসহ প্রায় সব ডিজিটাল সম্পদের বেলাতেও ব্যাপক মূল্যপতনের বিষয়টি অব্যাহত রয়েছে।

‎বুধবার নিউ ইয়র্কে শেয়ারমূল্য পাঁচ শতাংশেরও বেশি হ্রাস পেয়ে দিনশেষে অ্যাপলের বাজারমূল্য দাঁড়ায় দুই দশমিক ৩৭ ট্রিলিয়ন বা দুই লাখ ৩৭ হাজার কোটি ডলারে।

‎এর ফলে অ্যাপল অবস্থান হারায় সৌদি তেল ও গ্যাস উৎপাদক আরামকোর কাছে, যার বাজার মূল্য দুই লাখ ৪২ হাজার কোটি ডলার।

‎২০২০ সালের পর এই প্রথম আরামকো শীর্ষস্থানে পৌঁছালো। অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাসের দাম বেড়ে যাওয়ায় এ বছর পূঁজিবাজারে জ্বালানি উৎপাদকদের মূল্য বেড়েছে।‎

অপরদিকে, প্রযুক্তি কোম্পানির শেয়ার ছেড়ে দেওয়ার প্রবণতায় অ্যাপলের শেয়ারমূল্য বছরের শুরুর অবস্থান থেকে শতকরা প্রায় ২০ ভাগ নেমে এসেছে।‎

সরকারি হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রে চার দশকের মধ্যে সর্বোচ্চ মুদ্রাস্ফিতি চলছে। এরই মধ্যে, নিউ ইয়র্কের পূঁজিবাজার ন্যাসডাক, যেখানে প্রযুক্তি কোম্পানিগুলোর ভীড় বেশি, সেখানে বুধবার সূচকে পতন ঘটেছে তিন দশমিক দুই শতাংশ।

‎কোভিড-১৯ মহামারী পরবর্তী বিশ্ব অর্থনীতির চাকা সচল করার চেষ্টায় পণ্যের মূল্যবৃদ্ধিই এখন সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।‎

এর সমাধানের উপায় হিসেবে ‎বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়িয়ে দিয়েছে। এর ফলে, ঋণের পেছনে খরচ বেড়ে যাওয়ার ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি কমার শঙ্কায় বিনিয়োগকারীরা সরে আসছেন ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে।‎

‎ঝুঁকিপূর্ণ সম্পদ ত্যাগের এই প্রবণতার ফলেই বিটকয়েনের দামও চলে আসে ২৭ হাজার ডলারের নিচে।‎ গত বছরের নভেম্বরে রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর ‎বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ক্রিপ্টো মুদ্রা বিটকয়েন এখন পর্যন্ত প্রায় ৬০ শতাংশ মূল্য হারিয়েছে।

‎ইথার, ইথেরিয়াম ব্লকচেইন নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত ডিজিটাল মুদ্রার মূল্যও ব্যাপক হারে কমে দুই তৃতীয়াংশে এসে ঠেকেছে।

সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here