ইউক্রেইনের পূর্বাঞ্চলে রুশ ‘জেনারেল নিহত’

0

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেইনের পূর্বাঞ্চলে রাশিয়ার সেনাবাহিনীর একজন জেনারেল নিহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের একজন সাংবাদিক জানিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের সাংবাদিক আলেকসান্দার স্লাদকভ রোববার ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে খবরটি প্রকাশ করেছেন। তবে মেজর জেনারেল রমান কুতুজেফ কখন এবং কোথায় নিহত হয়েছেন তা নির্দিষ্টকরে জানাননি তিনি।

তাৎক্ষণিকভাবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

ফেব্রুয়ারিতে ইউক্রেইনে আক্রমণ শুরু করার পর রাজধানী কইভ দখলের প্রচেষ্টা নিয়েছিল রাশিয়া, কিন্তু তাতে ব্যর্থ হয়ে দেশটির পূর্বাঞ্চলের দিকে মনোযোগ দেয় তারা। দনবাস নামে পরিচিত এ অঞ্চলের লুহানস্ক প্রদেশের গুরুত্বপূর্ণ শহর সেভেরোদোনেৎস্ক দখলের জন্য এখন আক্রমণ জোরদার করেছে তারা। এ শহর ও সংলগ্ন আরেকটি ছোট শহরের দখল নিতে পারলে পুরো লুহানস্ক প্রদেশ তাদের নিয়ন্ত্রণে চলে যাবে; প্রকাশিত খবর অনুযায়ী এখানে তারা ইউক্রেইনীয় বাহিনীর তীব্র প্রতিরোধের সম্মুখীন হচ্ছে।

রাশিয়া ইতোমধ্যেই তাদের সামরিক মৃত্যুর ঘটনাকে রাষ্ট্রীয় গোপনীয়তা শ্রেণিভু্ক্ত করেছে। ইউক্রেইনে তাদের কতোজন সেনা হতাহত হয়েছে ২৫ মার্চের পর থেকে তার কোনো দাপ্তরিক হালনাগাদ হিসাব দেয়নি তারা। ওই সময় তারা জানিয়েছিল, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেইনে সামরিক অভিযান শুরু করার পর থেকে তখনো পর্যন্ত ১৩৫১ জন রুশ সেনা নিহত হয়েছে।

রাশিয়া বলছে, ইউক্রেইনের ‘নব্যনাৎসি’ জাতীয়তাবাদীরা দেশটির রুশভাষী জনগণের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে, তাই তাদের দমন করার জন্য ও প্রতিবেশী দেশটিকে নিরস্ত্র করতে সেখানে ‘বিশেষ সামরিক অভিযান’ চালাচ্ছে তারা। ইউক্রেইন ও তাদের পশ্চিমা মিত্ররা রাশিয়ার এ দাবিকে আক্রমণ চালানোর অজুহাত বলে অভিহিত করে আসছে।

সোমবার যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেইনে রাশিয়ার সেনাবাহিনীর মধ্য ও জুনিয়র র‌্যাঙ্কের কর্মকর্তারা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বলে ধারণা পাওয়া যাচ্ছে।

সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here