ইউক্রেইনে ২ মার্কিন নাগরিক নিখোঁজ, বন্দি হয়েছে বলে ধারণা

0

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার বাহিনীগুলোর বিরুদ্ধে লড়াই করতে স্বেচ্ছায় ইউক্রেইনে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই নাগরিক এক সপ্তাহ যাবৎ নিখোঁজ রয়েছেন, তারা বন্দি হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

বুধবার তাদের পরিবারের সদস্যরা এসব কথা জানিয়েছেন বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।

যুক্তরাষ্ট্রের অ্যালাবামা অঙ্গরাজ্যের বাসিন্দা আলেকজান্ডার ড্রুক (৩৯) এবং অ্যান্ডি হুইন (২৭) শেষবার ৮ জুন তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছিলেন, তারা ইউক্রেইনের খারকিভ অঞ্চলে এক অভিযান গিয়ে আর ফেরত আসেননি।

রাশিয়া এই দুই জনকে যুদ্ধ বন্দি হিসেবে নিয়ে গেছে এমন খবর নিশ্চিত হয়নি বলে তাদের পরিবার ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

অ্যান্ডির বাগদত্তা জয় ব্ল্যাক ফোনে রয়টার্সকে বলেন, “এই মুহূর্তে আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা যা জেনেছি তা হল, অ্যান্ডি ও অ্যালেক্স নিখোঁজ।

“এর বাইরে নিশ্চিতভাবে আমরা আর কিছু জানি না। স্পষ্টতই তাদের সন্ধান পেতে দীর্ঘ সময় লাগলে আমরা অন্য কিছু ভাবতে শুরু করবো।”

এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

যদি ধরা পড়ে থাকে তাহলে ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইউক্রেইনের যুদ্ধে রাশিয়ার হাতে বন্দি হওয়া প্রথম মার্কিন নাগরিক হবেন তারা।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জন কারবি বলেছেন, প্রতিবেদনগুলো যদি সত্য হয় তাহলে তাদের ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র ‘সম্ভাব্য সবকিছু করবে’।

এর আগে ইউক্রেইনে যুদ্ধ করতে গিয়ে দুই ব্রিটিশ ও মরক্কোর এক নাগরিক বন্দি হয়। গত সপ্তাহে বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত রুশভাষী দোনেৎস্ক গণপ্রজাতন্ত্রের একটি আদালত তাদের মৃত্যুদণ্ড দেয়।

আলেজান্ডারের মা লোয়িস ড্রুক জানিয়েছেন, পোল্যান্ড থেকে কাজ চালানো যুক্তরাষ্ট্রের ইউক্রেইন দূতাবাস ওই জুটির খোঁজে সন্ধান চালিয়ে যাচ্ছে আর দূতাবাসটির সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছেন তিনি।

নিখোঁজ ওই দুই ব্যক্তির দু’জনেই ৮ জুন তাদের পরিবারকে জানিয়েছেন, কিছুদিনের জন্য তারা অফলাইনে থাকবেন। তাদের যোগাযোগে আঁড়ি পাতা হতে পারে এই শঙ্কায় তারা এমন সিদ্ধান্ত নেন বলে জানা গেছে।

ড্রুক দুইবার ইরাকে দায়িত্বপালন করেছেন, এরমধ্যে শেষবার ২০০৮-০৯ এ বাগদাদে গানার হিসেবে কাজ করেছেন বলে তার মা জানিয়েছেন। হুইন যুক্তরাষ্ট্রের মেরিন কোরে ছিলেন, তিনি ২০১৮ সালে চাকরি ছেড়ে দেন বলে তার বাগদত্তা জানিয়েছেন।

সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here