কথাসাহিত্যিক বুলবুল চৌধুরী আর নেই

0

নিউজ ডেস্ক: বাংলা সাহিত্যের খ্যাতিমান লেখক, একুশে পদক প্রাপ্ত কথাসাহিত্যিক বুলবুল চৌধুরী মারা গেছেন।

শনিবার বিকেল ৫টা ৫৫ মিনিটে পুরান ঢাকায় নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৩ বছর।

বুলবুল চৌধুরীর ছেলে আর রাফী চৌধুরী বলেন, ‘গত ডিসেম্বরে বাবার লাংয়ে ক্যান্সার ধরা পরে। ধীরে ধীরে তা শ্বাসযন্ত্রে ছড়িয়ে পড়ে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অনকোলোজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সারওয়ার আলমের তত্ত্বাবধানে চিকিৎসা চলছিল।’

বাংলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা পিয়াস মজিদ বলেন, কথাসাহিত্যিক বুলবুল চৌধুরীর মরদেহ রোববার সকাল ১১টায় শ্রদ্ধা নিবেদনের জন্য বাংলা একাডেমি প্রাঙ্গণে রাখা হবে এবং সেখানে তার নামাজ-ই-জানাজা অনুষ্ঠিত হবে।

বুলবুল চৌধুরীর প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ ‘টুকা কাহিনী।’ এরপর প্রকাশ পায় তার ‘পরমানুষ, ‘চৈতার বউ গো’, ‘মাছের রাত’সহ বহুল পঠিত সব গল্পগ্রন্থ।

তার উপন্যাসের মধ্যে রয়েছে ‘অপরূপ বিল ঝিল নদী’, ‘এই ঘরে লক্ষ্মী থাকে’, ‘কহকামিনী’, ‘জলটুঙ্গি’ ‘ইতু বৌদির ঘর’ ইত্যাদি।

২০১১ সালে বাংলা একাডেমি পুরস্কারেও ভূষিত হওয়ার পর ভাষা ও সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে চলতি বছরই একুশে পদকে ভূষিত হন বুলবুল চৌধুরী।

 

সূত্র: নিউজবাংলা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here