কুয়েত বিমানবন্দরে ১৫ হাজার কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে

0

নিউজ ডেস্ক: কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনালটি তরুণদের জন্য ১৫ হাজার কর্মসংস্থান সৃষ্টি করবে। সম্প্রতি দেশটির গণপূর্তমন্ত্রী রানা আল ফারেস এ কথা জানান।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনার উদ্ধৃতি অনুসারে, তিনটি ধাপে নতুন টার্মিনাল-২ নির্মাণকাজ শেষ হবে। এর মধ্যে প্রথম ধাপে ৫৪ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আল ফারেস।

আল ফারেস কুয়েতের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করছেন। তিনি বলেন, ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) নীতি অনুযায়ী পরিষেবার ক্ষেত্রে আমরা প্রকল্পটিকে এ গ্রেড র‍্যাংকিংয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি।

তিনি আরও বলেন, টার্মিনালের নির্মাণকাজ শেষ হলে এখানে পাঁচ হাজার গাড়ি পার্কিংয়ের সুবিধা থাকবে। সেই সঙ্গে বছরে আড়াই কোটি যাত্রীকে সেবা প্রদান করা সম্ভব হবে।

পাশাপাশি ট্রানজিট এলাকায় একটি আধুনিক হোটেল ছাড়াও একই সঙ্গে ৫১টি উড়োজাহাজের জন্য ৩০টি নির্দিষ্ট সেতু থাকবে বলেও জানান তিনি।

 

সূত্র: Aviation NewsBD

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here