ছাত্রলীগঃ আলোচনায় পিয়াল

0

নিজস্ব প্রতিবেদকঃ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বহুল প্রতীক্ষিত সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে বাড়ছে উদ্বেগ উৎকন্ঠা। কে হচ্ছেন সংগঠনের আগামীর নেতৃত্ব তারই প্রহর গুণছেন দলটির নেতাকর্মীরা।

এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন ঘিরে সরব হয়ে উঠছেন পদপ্রত্যাশী নেতাকর্মীরা। মধুর ক্যান্টিনের বাইরেও আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়েও বাড়ছে নেতাদের ভিড়।

তবে পদপ্রত্যাশীদের মধ্যে যাদের সাংগঠনিক দক্ষতা, পারিবারিক ঐতিহ্য, দলের প্রতি কমিটমেন্ট আছে বলে দল মনে করবে তাকেই আগামী দিনের নেতা করা হতে পারে বলে দলের একাধিক শীর্ষ নেতার সঙ্গে আলাপ করে জানা গেছে।

সম্মেলনের সময় যতই ঘনিয়ে আসছে ততই আলোচনায় উঠে আসছে কেন্দ্রীয় ছাত্রলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপ সম্পাদক এহসান উল্লাহ পিয়ালের নাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এই নেতা এরই মধ্যে দলের নেতাদের মধ্যে নিজের গ্রহনযোগ্যতার প্রমান দিয়েছেন বলে একাধিক ছাত্রনেতা নাম প্রকাশ না করার শর্তে জানান।

এছাড়াও আলোচনায় আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইয়াজ আল রিয়াদ, ঢাবির মুহসীন হল ছাত্রলীগের সভাপতি শহীদুল হক শিশির প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here