ঢাকায় ২৮ বন্য প্রাণী জব্দ, ১০ জনের সাজা

0

গাজীপুর প্রতিনিধি: রাজধানী ঢাকার মিরপুরে ২৮টি বন্য প্রাণী উদ্ধারসহ ১০ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ঢাকার বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানা জানান, শুক্রবার সকালে মিরপুর ১-এর পাখির বাজার থেকে এসব বন্য প্রাণী উদ্ধার করেন তারা।

তিনি বলেন, বনবিভাগ ও র‌্যাব-৪ অভিযানে চালিয়ে ১০ জনকে বন্য প্রাণীসহ আটক করা হয়। তাদের কাছ থেকে নয়টি টিয়া, দুটি ময়না, ছয়টি ঘুঘু, পাঁচটি বেজি, দুটি শালিক ও চারটি মুনিয়া জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক র‌্যাব ৪-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২-এর ৩৪ (খ) ধারায় তাদের দুই লাখ ৪৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেন।

জরিমানার অর্থ আদায়ের পর দুপুরে পাখিগুলোকে মিরপুর বোটানিক্যাল গার্ডেনে অবমুক্ত করা হয় এবং আটককৃতদের ছেড়ে দেওয়া হয় বলে জানান নিগার সুলতানা।

সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here