পল্লবীর নিখোঁজ তিন কলেজ শিক্ষার্থী উদ্ধার

0

জ্যেষ্ঠ প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবী থেকে পাঁচ দিন আগে নিখোঁজ তিন কলেজ ছাত্রীকে উদ্ধার করার কথা জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৪ এর উপ অধিনায়ক মেজর রবি খান জানান, মঙ্গলবার রাতে মিরপুর বেড়িবাঁধ এলাকা থেকে ওই তিন কিশোরীকে উদ্ধার করা হয়।

বুধবার বিকালে তিনি বলেন, “অল্প সময়ের মধ্যে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

তবে কীভাবে তাদের সন্ধান মিললো, তাদের অপহরণ করা হয়েছিল কি না- সেসব বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দেননি এই র‌্যাব কর্মকর্তা।

ওই তিন কিশোরী মিরপুর-পল্লবী এলাকার তিনটি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং পরস্পরের বান্ধবী। গত বৃহস্পতিবার সকালে তারা কলেজে যাওয়ার কথা বলে বাসা থেকে বেরিয়ে আর না ফেরায় পরিবার খোঁজ শুরু করে। পরে জানা যায়, তারা সবাই বাসা থেকে টাকা, গয়না ও স্কুল সার্টিফিকেট নিয়ে বেরিয়েছে।

তাদের মধ্যে এক ছাত্রীর বোন অপহরণের অভিযোগ এনে গত ২ অক্টোবর পল্লবী থানায় মামলা করেন।

পরিবারের ধারণা, তাদের প্রলোভন দেখিয়ে বিদেশে পাচারের জন্য বাসা থেকে টাকা ও গয়না নিয়ে বের হতে বলেছে কোনো চক্র।

অভিযোগ পাওয়ার পর ওই তিন শিক্ষার্থীর চার বন্ধুকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের একজন রিমান্ডে এবং বাকি তিনজন কারাগারে রয়েছে।

গ্রেপ্তার রাকিব কারাগারে

তিন শিক্ষার্থী নিখোঁজের পর দায়ের করা অপহরণ মামলায় গ্রেপ্তার রকিবুল্লাহকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই সজিব খান আসামি রকিবুল্লাহকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

ঢাকার মহানগর হাকিম শাহিনুর রহমান তখন আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে পল্লবী থানার (নারী-শিশু) আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের এসআই মো. মকবুলুর রহমান জানিয়েছেন।

গত ৩ অক্টোবর এ মামলায় গ্রেপ্তার চার আসামির মধ্যে রকিবুল্লাহকে দুই দিনের রিমান্ডে পাঠানো হয়েছিল।

গ্রেপ্তার এক তরুণীসহ অন্য তিনজনকেও রিমান্ডে চেয়েছিল পুলিশ। তবে তাদের বয়স নির্ধারণের পর সেই শুনানি হবে বলে বিচারক সিদ্ধান্ত দিয়েছেন।

সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here