পানি সরাতে প্রয়োজনে রাস্তা কাটার নির্দেশ স্থানীয় সরকারমন্ত্রীর

0

জ্যেষ্ঠ প্রতিবেদক: সিলেট অঞ্চলে বন্যার পানি নেমে যেতে কোনো সড়ক বাধা হয়ে থাকলে তা কেটে ফেলার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

শনিবার মিন্টো রোডের সরকারি বাস ভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং সিলেট সিটি করপোরেশনকে এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে।

“যেসব রাস্তার কারণে পানি নেমে যেতে পারছে না সেসব রাস্তা তাৎক্ষণিকভাবে কেটে ফেলতে বলা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও সিটি করপোরেশনের কর্মকর্তারা এব্যাপারে পর্যবেক্ষণ করছেন।”

এছাড়া সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের নির্দেশনা দেওয়া হয়ছে বলে জানান তাজুল ইসলাম।

ভারতের আসাম ও মেঘালয়ের রেকর্ড বৃষ্টি চরম দুর্ভোগ নিয়ে এসেছে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকায়। মৌসুমের তৃতীয় দফা বন্যায় পানিবন্দি হয়ে পড়েছে সিলেট ও সুনামগঞ্জের অন্তত ৩৫ লাখ মানুষ। উদ্ভূত পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনের পাশাপাশি এ দুই জেলায় সেনাবাহিনীও উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

মন্ত্রী জানান, সরকারের প্রধান লক্ষ্য বন্যাদুর্গত এলাকা থেকে মানুষকে রক্ষা করে নিরাপদ স্থানে নিয়ে আসা। আটকে পড়া মানুষদের শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহ করা।

তিনি বলেন, “সরকারের আগাম প্রস্তুতি ছিল বলেই দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে।”

বন্যায় ক্ষতিগ্রস্তদের বিতরণের লক্ষ্যে ৩২ হাজার শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে এদিন জানিয়েছেন, দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এনামুর রহমান।

এছাড়া সুনামগঞ্জ ও সিলেটে এই পর্যন্ত ৮০ লাখ টাকা করে দেওয়া হয়েছে বলেও সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে শনিবার বিকালে সচিবালয়ে ব্রিফিংয়ে জানান তিনি।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, আগামী ৭২ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন ভারতের আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গের কিছু স্থানে মাঝারি থেকে অতি ভারি বর্ষণের আভাস রয়েছে।

কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় বন্যা কবলিত ১১ জেলাতেই পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে। আর তিস্তার পানি এ সময়ে বিপদসীমার কাছাকাছি বা উপরে অবস্থান করতে পারে।

বন্যায় রাস্তা-ঘাট, সেতুসহ অন্যান্য যেসব ক্ষয়-ক্ষতি হবে সেগুলো মেরামতের জন্য সরকার অবশ্যই প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেবে বলে সাংবাদিকদের জানান স্থানীয় সরকারমন্ত্রী।

সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here