পুঠিয়ার চার গুদামে অভিযান, ৯২ হাজার লিটার তেল জব্দ

0

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলার একটি বাজার থেকে ৪৫৪ ড্রাম সয়াবিন তেল ও পাম অয়েল জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার বিকালে উপজেলার বানেশ্বর বাজারে এ অভিযান চালানো হয় বলে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম।

তিনি বলেন, “চারটি গুদামে অভিযান চালিয়ে মোট ৪৫৪টি ড্রাম উদ্ধার করা হয়। এসব ড্রামে মোট ৯২ হাজার ৬১৬ লিটার সয়াবিন তেল ও পাম অয়েল রয়েছে।”

এর মধ্যে সরকার অ্যান্ড সন্সের গুদামে ৪৮ ড্রাম সয়াবিন ও ২৬ ড্রাম পাম অয়েল; সেই গুদামের সামনে দাঁড়ানো ট্রাকে ৬০ ড্রাম পাম অয়েল, এন্তাজ স্টোরের গুদামে ২২ ড্রাম সয়াবিন ও ১২০ ড্রাম পাম অয়েল; মেসার্স পাল অ্যান্ড ব্রাদার্সের গুদামে ৩ ড্রাম সয়াবিন ও ১০০ ড্রাম পাম অয়েল ও রিয়া স্টোরের গুদামে ৪৮ ড্রাম সয়াবিন ও ২৭ ড্রাম পাম অয়েল পাওয়া যায়। অর্থাৎ মোট ১২১ ড্রাম সয়াবিন তেল ও ৩৩৩ ড্রাম পাম অয়েল পাওয়া গেছে।

প্রতিটি ড্রামে রয়েছে ২০৪ লিটার তেল। সেই হিসাবে মোট তেলের পরিমাণ [সয়াবিন ও পাম অয়েল] ৯২ হাজার ৬১৬ লিটার।

ইফতে খায়ের আলম বলেন, “সবাই তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করেছিল।”

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ এ অভিযান পরিচালনা করে। মজুতদারদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হবে। এরপর আদালতের নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে সোমবার জেলার বাগমারা উপজেলার তাহেরপুর বাজারের দুটি গুদামে অভিযান চালিয়ে ২৭ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করে পুলিশ।

ওই ঘটনায় এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে বিশেষ ক্ষমতা আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here