বাংলাদেশ-ভারত বিমান চলাচল শুরু

0

নিউজ ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ কমায় এয়ার বাবল চুক্তির আওতায় প্রায় পাঁচ মাস পর বাংলাদেশ-ভারত ফ্লাইট চালু হয়েছে। রোববার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের চেন্নাই ফ্লাইট দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এই ফ্লাইট চলাচল।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা-কলকাতা ও ঢাকা-দিল্লি রুটে এবং বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইনস ঢাকা-চেন্নাই রুটে এ ফ্লাইট পরিচালনা করবে।

রোববার সকাল ১০টায় তাঁদের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৩৫ জন যাত্রী নিয়ে চেন্নাইয়ের উদ্দেশে ছেড়ে গেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানায়, আজ থেকে ঢাকা-কলকাতা ফ্লাইট শুরু হয়েছে। তবে ৭ সেপ্টেম্বর থেকে সপ্তাহে দুই দিন মঙ্গল ও বৃহস্পতিবার ঢাকা-কলকাতা রুটে এবং ৮ সেপ্টেম্বর থেকে রবিবার ও বুধবার ঢাকা-দিল্লি রুটে ফ্লাইট পরিচালনা করা হবে।

জানা গেছে, দুই দেশের মধ্যে নিয়মিত ফ্লাইট চলাচল শুরু না হওয়া পর্যন্ত এয়ার বাবল চুক্তির আওতায় ফ্লাইট চলাচল করবে। এয়ার বাবল চুক্তি হচ্ছে এক গন্তব্য থেকে আরেক গন্তব্যে সরাসরি ফ্লাইট। এর মাঝে কোথাও ট্রানজিট হবে না।

উল্লেখ্য, দেশে দ্বিতীয় পর্যায়ে করোনা সংক্রমণ শুরুর পর চলতি বছরের ১৪ এপ্রিল বন্ধ ঘোষণা করা হয় সব আন্তর্জাতিক ফ্লাইট। ১৬ দিন বন্ধ থাকার পর ১ মে থেকে ১২টি দেশ ছাড়া অন্যদের সঙ্গে আকাশপথ খুলে দেয়া হয়। এই ১২টি দেশের মধ্যে ছিল ভারতও।

সূত্র: ডিএমপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here