বুদ্ধদেবের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

0

নিউজ ডেস্ক: জনপ্রিয় সাহিত্যিক বুদ্ধদেব গুহের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী সোমবার এক শোকবার্তায় বুদ্ধদেবের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

গত ৩১ জুলাই থেকে দক্ষিণ কলকাতার বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বুদ্ধদেব। সেখানেই রোববার রাত সাড়ে ১১টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

চলতি বছরের এপ্রিলে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি। তারপর দীর্ঘদিন শহরের একটি হোটেলে কোয়ারেন্টিনে থাকার পর তাকে হাসপাতালে ভর্তি করতে হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, শ্বাসকষ্টজনিত সমস্যা, মূত্রনালিতে সংক্রমণের পাশাপাশি লিভার ও কিডনির সমস্যা ছিল বুদ্ধদেবের। বার্ধক্যজনিত সমস্যার সঙ্গে তার দৃষ্টিশক্তিও ঝাপসা ছিল।

নতুন করে করোনা পরীক্ষা করা হয়েছিল সাহিত্যিকের। তাতে সংক্রমণ ধরা না পড়লেও স্বাভাবিক জীবনে আর ফিরতে পারেননি।

১৯০৬ সালের ২৯ জুন কলকাতায় জন্মগ্রহণ করেন বুদ্ধদেব গুহ। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বুদ্ধদেব সাহিত্যের বেশ কিছু অনন্য চরিত্রের স্রষ্টা।

তার প্রথম প্রকাশিত গ্রন্থ ‘জঙ্গল মহল’। পরবর্তী বিভিন্ন সময়ে ‘মাধুকরী’, ‘কোজাগর’, ‘অববাহিকা’, ‘বাবলি’র মতো একের পর এক উপন্যাস উপহার দিয়েছেন পাঠকদের।

 

সূত্র: নিউজবাংলা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here