বৃষ্টি থাকবে বৃহস্পতিবারও, এরপর অপেক্ষা হিমের আমেজের

0

জেষ্ঠ্য প্রতিবেদক: হেমন্তের শুরুতে কয়েকদিনের বিক্ষিপ্ত বৃষ্টির প্রবণতা বৃহস্পতিবার পর্যন্ত থাকার আভাস দিচ্ছে আবহাওয়া অফিস।

এরপর বৃষ্টি শেষে তাপমাত্রাও বাড়বে। ধীরে ধীরে বাড়বে ভোর রাতের হিমের আমেজ।

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, রাতের তাপমাত্রা কমতে শুরু করবে নভেম্বরে। শীতের আগমনও জানান দেবে প্রকৃতি। পুরোপুরি শীত অনুভূত হবে নভেম্বর মাসের দ্বিতীয়ার্ধের দিকে।

আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবারও দেশের কোথাও কোথাও বৃষ্টি হবে। শুক্রবার থেকে তেমন আর বৃষ্টির আভাস নেই।”

গুরুত্বহীন হয়ে পড়া লঘুচাপ, পূবালী ও পশ্চিমা বায়ুর সংমিশ্রনে গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে।

“মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত আরেকটি লঘুচাপেরও বর্তমানে গুরুত্ব নেই বললেই চলে।“

দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুও উত্তরাঞ্চল থেকে বিদায় নিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৭৩ মিলিমিটার। এসময় ঢাকায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয় ১৪ মিলিমিটার।

অক্টোবরের দ্বিতীয়ার্ধে তিন দিন তাপপ্রবাহের পর সোমবার থেকে দেশের প্রায় সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়।

বৃহস্পতিবারের পূর্বাভাসে বলা হয়- রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

দিন ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামে ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস, ঢাকায় ছিল ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার শঙ্কায় সোমবার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা ছিল। এক দিন পর মঙ্গলবারই তা কেটে যাওয়ায় সংকেতও নামিয়ে নেওয়া হয়।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায়ের এ সময়ে এখনকার বৃষ্টি থামলে হেমন্তের হিম হিম আমেজও বাড়বে বাতাসে। এসময় শুষ্ক আবহাওয়ার দিনে গরমের পর রাতে শীতল আবহাওয়া বিরাজ করবে।

সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here