ব্যক্তিত্বের ভিত্তিতে ‘ব্লাইন্ড ডেট’ ফিচার আনছে টিন্ডার

0

প্রযুক্তি ডেস্ক: নতুন ‘ব্লাইন্ড ডেট’ ফিচার আনছে ডেটিং অ্যাপ টিন্ডার। চেহারা দেখে ডানে-বামে সোয়াইপ নয়, অপরপ্রান্তের মানুষটির চেহারা দেখার আগে মন জিততে হবে ব্যক্তিত্ব দিয়ে।

৯০-এর দশকের কথা মনে করিয়ে দেওয়ায় নতুন ফিচারটি কথিত ‘জেনারেশন-জি’র ব্যবহারকারীদের কাছে আকর্ষণীয় বলে উঠে এসেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের প্রতিবেদনে।

টিন্ডারের ‘ফাস্ট চ্যাট’ সেবায় যোগ হবে নতুন ফিচারটি। ‘হট টেইক’ এবং ‘সোয়াইপ নাইট’-এর মতো ফিচারগুলো ‘ফাস্ট চ্যাট’-এরই অংশ। নতুন ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীদের বিষয়ভিত্তিক পছন্দ, বিভিন্ন প্রশ্নের উত্তর আর গেইমসের ভিত্তিতে দু’জন ব্যবহারকারীকে আলাপের সুযোগ দেবে অ্যাপটি।

নতুন ফিচারে নির্দিষ্ট সময়ে মধ্যে নানা প্রশ্নের উত্তর দিতে হবে ব্যবহারকারীকে। অপর প্রান্ত থাকা ব্যক্তির উত্তরগুলো পছন্দ না হলে অন্য কারো সঙ্গে ‘জোড়া বাঁধতে’ করতে পারবেন ব্যবহারকারী।

টিন্ডার বলছে, ব্যবহারকারীদের উপর “কম চাপ” ফেলার লক্ষ্য নিয়ে বানানো হয়েছে ফিচারটি এবং এটি “৯০-এর দশকের জেন-জি’র ডেটিং অভ্যাসের প্রতিফলন ঘটায়।”

ডেটিং অ্যাপটির নির্মাতার দাবি, ফিচার পরীক্ষামূলক পর্যায়ে থাকা অবস্থায় ‘ফাস্ট চ্যাট’-এর তুলনায় ৪০ শতাংশ বেশি ম্যাচ পেয়েছেন ব্যবহারকারীরা।

ভার্জ জানিয়েছে, ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য চালু হয়েছে ফিচারটি। বিশ্ববাজারের ব্যবহারকারীদের জন্য ফিচারটি চালু হবে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই।

সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here