ব্রাজিলে বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

0

নিউইয়র্ক প্রতিনিধি: দক্ষিণ আমেরিকায় বাংলাদেশের একমাত্র দূতাবাস ব্রাজিলে প্রথম নারী রাষ্ট্রদূত হিসেবে প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর কাছে পরিচয়পত্র পেশ করেছেন সাদিয়া ফয়জুননেসা।

বৃহস্পতিবার প্রেসিডেন্ট ভবন প্যালাসিয়ো প্ল্যানাওতোতে এ অনুষ্ঠানে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী কার্লোস ফ্রান্সাসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে সেখানে বাংলাদেশ দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রাষ্ট্রদূত ফয়জুননেসাকে স্বাগত জানিয়ে প্রেসিডেন্ট বোলসোনারো বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এদেশের জনগণের প্রতি অভিনন্দন জানান। ব্রাজিলকে পৃথিবীর অন্যতম বড় গণতান্ত্রিক রাষ্ট্র দাবি করে তিনি বলেন, বন্ধুপ্রতীম সব দেশের সঙ্গে সম্পর্কোন্নয়নে কাজ করছে তার প্রশাসন।

রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা ব্রাজিল-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তির লগ্নে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ব্রাজিলের প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানান।

ব্রাজিলে বাংলাদেশ দূতাবাসে বৃহস্পতিবার জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান নতুন রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা।ব্রাজিলে বাংলাদেশ দূতাবাসে বৃহস্পতিবার জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান নতুন রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা।দক্ষিণ আমেরিকায় বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে অদম্য গতিতে বাংলাদেশের এগিয়ে চলার সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন। তিনি জানান, দক্ষিণ আমেরিকার দেশগুলোর অর্থনৈতিক জোট – মারকোসুরের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করতে চায় বাংলাদেশ। এর বাস্তবায়নে প্রেসিডেন্ট বোলসোনারোর আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

বলসোরানো বাংলাদেশ-ব্রাজিল বাণিজ্যিক সম্পর্ক, বিশেষ করে কৃষি খাতে সহযোগিতা বাড়ানোর পদক্ষেপ নিতে সেদেশের পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দেন। দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতিও দেন তিনি।

রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা ব্রাজিলের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণ পৌঁছে দেন।

এ অনুষ্ঠান উপলক্ষে কূটনৈতিক রেওয়াজ অনুযায়ী সাদিয়া ফয়জুননেসাকে গার্ড অব অনার দেওয়া হয়। সেখান থেকে নিজের অফিসে ফিরে তিনি জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here