যুক্তরাষ্ট্রে মাস্ক পরার বাধ্যবাধকতা তুলল উবার-লিফট

0

প্রযুক্তি ডেস্ক: ফেইস মাস্ক এখন আর মার্কিন যুক্তরাষ্ট্রে ‎‎উবার‎‎‎ এবং ‎‎লিফট যাত্রী ও চালকদের জন্য বাধ্যতামূলক নয়। বেশ কয়েকটি বড় এয়ারলাইনের নীতিতে এ পরিবর্তন ঘোষণার পরপরই রাইড-হেইলিং কোম্পানি দুটি নিজেদের নীতিতে এই পরিবর্তন আনল।

“‎উবারের মতো রাইডশেয়ার প্ল্যাটফর্ম ব্যবহার করার সময় মাস্কের বিষয়ে সিডিসির আদেশটি আর কার্যকর নয় এবং আমরা সেই অনুযায়ী আমাদের কোভিড -১৯ মাস্ক এবং সামনের আসন বিষয়ক নিয়ম সংশোধন করেছি।” – মঙ্গলবার ব্যবহারকারীদের পাঠানো ইমেইলে লিখেছে উবার।‎

‎উবার আর গাড়ির পেছনের সিটে বসতে যাত্রীদের বাধ্য করবে না। তবে এক গাড়িতে অনেকে ভ্রমণ না করলে সামনের আসনটি খালি রাখার অনুরোধ করেছে উবার। লিফটও যাত্রীদের সামনের সিটে বসার অনুমতি দেওয়ার কথা ‎‎এক ব্লগ পোস্টে‎‎ জানিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।‎

“আমরা জানি যে, প্রত্যেকেরই নিজ নিজ স্বাচ্ছন্দ্যের স্তর রয়েছে। কেউ যদি মাস্ক পরা চালিয়ে যেতে চান, আমরা এতে তাকে উৎসাহই দেই।” – পোস্টে বলেছে লিফট।‎

“যদিও যাত্রী এবং চালকরা না চাইলে যে কোনও সময় কোনও রাইড বাতিল করতেই পারেন। তবে স্বাস্থ্য সুরক্ষার কারণ – যেমন মাস্ক না পরার বিষয়টি যাত্রা বাতিলের কারণ হিসেবে আর থাকবে না।” – যোগ করেছে লিফট।‎

‎একজন ‎‎ফেডারেল বিচারক‎‎ বিমান এবং অন্যান্য পাবলিক ট্রান্সপোর্ট পদ্ধতির জন্য বাইডেন প্রশাসনের মাস্ক ম্যান্ডেট বাতিল করার একদিন পরে এই পরিবর্তনগুলি এলো।‎

“কিছু কিছু অঞ্চলে এখনও আইনত মাস্কের প্রয়োজন হতে পারে” – মেইলে উবার এবং ব্লগ পোস্টে বলেছে লিফট। “এবং সেই অঞ্চলগুলিতে স্থানীয় নিয়মই প্রযোজ্য হবে।‎”

সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here