হাজিরার সময়ের আগেই আদালত ঘুরে গেলেন পরীমনি

0

আদালত প্রতিবেদক: ঢাকার বনানী থানার মাদক আইনের মামলায় হাজিরা দিতে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এসেছিলেন চিত্রনায়িকা পরীমনি।

বুধবার দুপুরে মামলাটি আদালতে ওঠার কথা থাকলেও বেলা ১১টার দিকেই পরীমনি আদালত চত্বরে উপস্থিত হন। পরে দেরি দেখে তিনি আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন ।

তার অন্যতম আইনজীবী নীলঞ্জনা রেফাত সুরভী জানান, হাজিরার জন্য দুপুরে আবার আদালতে আসনে পরীমনি। আর তিনি হাজির না হলে তার পক্ষে সময়ের আবেদন করা হবে।

আদালতের সাধারণ নিবন্ধন (জিআর) শাখা জানিয়েছে, মহানগর হাকিম সত্যব্রত সিকদারের আদালতে হাজির হওয়ার কথা রয়েছে পরীমনির।

এদিকে পরীমনি নির্ধারিদ সময়ের আগেই আদালতে হাজির হলে উৎসুক দর্শক আর সাংবাদিকদের ভিড় জমে যায়। হাসিমুখে হাত তুলে তিনি আলোকচিত্রীদের ছবিও তুলতে দেন।

এক পর্যায়ে ভিড় বেড়ে গেলে তিনি নিজের নিরাপত্তার জন্য আদালত পুলিশের সহায়তা নিয়ে বেরিয়ে যান।

গত ৪ অগাস্ট বিকালে বনানীতে পরীমনির বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। ওই বাসা থেকে ‘বিপুল পরিমাণ’ বিদেশি মদ ও মাদকদ্রব্য জব্দ করার কথা বলা হয় র‌্যাবের পক্ষ থেকে।

ওই অভিযোগে তার বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়। সেই মামলায় তাকে প্রথমে চার দিন এবং পরে দুই দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী কর্মকর্তা।

গত ১৩ অগাস্ট রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর আবার ১৯ অগাস্ট আরও এক দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

রিমান্ড শেষে তিনি কারাগারেই ছিলেন। এরপর ৩১ অগাস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ তার জামিন মঞ্জুর করেন। পরদিন কাশিমপুর কারাগার থেকে বাসায় ফেরেন পরীমনি।

পরীমনির মামলাটি তদন্ত করছেন সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা। বুধবারই তার তদন্ত প্রতিবেদন দেওয়ার দিন ধার্য রয়েছে।

সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here